পাসপোর্টের মানের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম
অনলাইন ডেস্ক: বিশ্বে পাসপোর্টের মানের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫-তম। আগের বছর ২০২৫ এ যা ছিল ১০০-তে। অর্থাৎ, ২০২৬ এ লাল-সবুজ পাসপোর্টের মানের হালকা উন্নতি হয়েছে।সব দেশের পাসপোর্টর মানের ওপর ভিত্তি করে প্রতিবছর তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর ডাটার ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়।তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিক ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে।এই তালিকার নাইজার ও আলজেরিয়ার সঙ্গে ৮০ নম্বরে অবস্থান করছে ভারত। আর বাংলাদেশেরও তিন নম্বর পর অর্থাৎ ৯৮ নম্বরে অবস্থান পাকিস্তানের। নেপালের অবস্থান পাকিস্তানের ওপরে আর বাংলাদেশের এক ধাপ নিচে। অর্থাৎ তাদের অবস্থান ৯৬-তে। পাকিস্তানের পরে অবস্থান ইরাক আর সিরিয়ার পাসপোর্টের। তালিকার সবশেষে ১০১ এ অবস্থান আফগানিস্তানের।এই সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশ। এর এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে।দুই নম্বরে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকদের ১৮৮ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে।ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তিন নম্বরে রয়েছে। তারা হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়া প্রবেশাধিকার পায়।চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। আর তালিকার ৫ নম্বরে আরও চার দেশের সঙ্গে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত।হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে তাদের ডাটায় । প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটি তার ধরনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত।