বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি ভারতে সফরে অক্ষয় কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ গ্রন্থটি উপহার দেন।
৭ জুন বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হেলালের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম। তিনি গনমাধ্যমকে বলেন, শেখ তন্ময় সম্প্রতি ভারত সফরে গেছেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি বলিউড সুপার স্টার অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন।
গ্রন্থটি হাতে পেয়ে অক্ষয় কুমার বলেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু এক অনন্য ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।
সাক্ষাতে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। অক্ষয় কুমারও তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে অক্ষয় কুমারের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। আশির দশকে তিনি ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করেছেন ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available