বিনোদন ডেস্ক: ভারতের দুই ইন্ডাস্ট্রিজের দুই সুপারস্টার শাহরুখ খান ও আল্লু অর্জুন একসঙ্গে, একই সিনেমায় কাজ করবেন, এমন স্বপ্ন বুনছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেওয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই তারকা।
দিন কয়েক আগেই মুম্বাইতে আয়োজিত হলো তারকাদের নিয়ে ‘ওয়েভস সামিট’। সেখানে হাজির হয়েছিলেন বিজয়। মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে করণকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা ছবি হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।’
‘দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে’— বিজয়ের বক্তব্যে উঠে এল এমনই ভাবনা। তার মতে, ‘ভারতীয় ছবির এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’
শাহরুখের শেষ ছবির ৮০০-১০০০ কোটির সাফল্য, আর ‘পুষ্পা টু’-কে ঘিরে ১০০০ কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়। বলেন, ‘এই ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ’।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available