• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৭:০২ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৭:০২ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান

১৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০৬:২৭

শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান

নিজস্ব প্রতিবেদক: বলিউড তারকাদের বেশিরভাগ সন্তানেরা সাধারণত বাবা-মায়ের মতোই পর্দার সামনেই কাজ করতে চান। তবে এ ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। লম্বা, স্মার্ট, দেখতেও বেশ সুদর্শন তিনি। বলা যায়, বলিউডের হিরোদের চেয়ে কোনো দিক থেকে কম যান না শাহরুখপুত্রও। তবুও পর্দার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই স্টারকিড।

অভিনেতা নয়, নির্মাতা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান আরিয়ান। সেভাবেই নিজেকে তৈরি করছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, পরিচালনার কাজ শুরু করেছেন আরিয়ান। ইতোমধ্যে বিজ্ঞাপনও নির্মাণ করেছেন শাহরুখপুত্র। এবার ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি।

সিরিজটির নাম ‘স্টারডম’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোনা সিং। আর শাহরুখপুত্রের ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। রয়েছেন শাহরুখ নিজেও।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, আরিয়ানের ওয়েব সিরিজের একটি এপিসোডে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন সালমান। তাকে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি।

এই ওয়েব সিরিজে আরও থাকছেন- রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর, ববি দেওল, বাদশাসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩