বিনোদন ডেস্ক: নতুন সিনেমা নিয়ে আসছেন বাংলাদেশের প্রথম স্পোর্টস নির্ভর ছবি ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। স্বাধীনতার মাসের ৩ মার্চ শুক্রবারেই মুক্তি পাচ্ছে ছবিটি। নাম ‘ওরা ৭ জন’। নির্মাণের পাশাপাশি সিনেমাটির গল্পও তার।
ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরেই রীতিমত দৌড়াচ্ছেন নির্মাতা ও তার টিম। প্রচারণাতেও রাখেননি কমতি। ছবিটির খবর তরুণ প্রজন্মের কানে পৌঁছে দিতে ছুটে গেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মুক্তির ঠিক আগে হল সংকটে পড়েন খিজির। বলিউডের শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তির আভাসে হল মালিকরা প্রথমে খুব একটা আগ্রহী ছিলেন না ছবিটি নিয়ে। সেখানেও নিজের অবস্থান থেকে সর্বোচ্চ লড়াই চালু রাখেন এই নির্মাতা।
হাল ছাড়েন নি। দেশের সিনেমাকে উপেক্ষা করে ভিনদেশি সিনেমাকে জায়গা করে দেয়ার পাঁয়তারা নিয়ে প্রতিবাদ করেন নির্মাতা খিজির হায়াত। রাস্তায় নামেন। এমনকি প্রধানমন্ত্রীর উদ্দেশে নিজের অবস্থান জানিয়ে খোলা ভিডিও বার্তাও প্রকাশ করেন তিনি।
অবশেষে ‘ওরা ৭ জন’ দেশের ২৬টি প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছে। ২ মার্চ বৃহস্পতিবার নির্মাতা বলেন,বহু ঝড়ঝাপ্টার পর এই সংখ্যা। আশা করি আরও দুয়েকটি প্রেক্ষাগৃহ বাড়বে।
খিজির বলেন, এখন মানুষ কাল থেকে হলে আসলেই হয়। এটাতো আর আমার হাতে নাই। দেখানোর রাস্তা তৈরি করে দিয়েছি, এখন দর্শক হলে আসবে কিনা সেটা একান্তই তাদের উপরে। তবে আমি আশা রাখি, ‘ওরা ৭ জন’ হলে এসে দেখতে দর্শক তাগিদ অনুভব করবেন।
‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available