• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫৫:৫৫ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫৫:৫৫ (13-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ার ঘটনায় মামলা

১৩ মে ২০২৫ দুপুর ১২:১৬:৫৯

আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

১২ মে সোমবার সদর থানার উপ পরিদর্শন রিপন মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞান আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মিনারুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করতে তার দেওভোগের বাড়ি চুনকা কুটিরে যায় পুলিশের একটি দল। এসময় তার কর্মী সমর্থকেরা বাড়িটি ঘেরাও করেন এবং সড়ক বন্ধ করে অবস্থান নেন।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হোন। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
১৩ মে ২০২৫ বিকাল ০৫:২৭:৩৭







পঞ্চগড় দুই মাথাওয়ালা শিশুর জন্ম!
১৩ মে ২০২৫ বিকাল ০৩:৪৭:৩৮