বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে ৬ নং নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে মঙ্গলবার দুপুরে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ মাদ্রাসা মোড়ে এ মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খাঁন শফিউল আলম (রাজু খাঁন)। সঞ্চালনা করেন সরদার জিয়াউল কবির বাবু।
এ সময় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান টুটুক, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ আবু তালেব, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম শেখ, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, ফকিরহাট উপজেলা ছাত্রদল নেতা কাজী শশী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘মানুষ সামাজিক জীব। সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হলে বসবাসের অযোগ্য হয়ে যায়। তাই আমরা আমাদের এলাকায় ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্য চলতে দিতে পারি না। আর কেউ এই ধরনের অন্যায় করলে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available