• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ০৩:১৩:৪৮ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ০৩:১৩:৪৮ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে ট্রলি উল্টে হাসপাতালে ভর্তি সেই ড্রাইভারের মৃত্যু

১৩ মে ২০২৫ দুপুর ১২:৩৯:২৪

লংগদুতে ট্রলি উল্টে হাসপাতালে ভর্তি সেই ড্রাইভারের মৃত্যু

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় ট্রলি (ছয় চাকা) গাড়ি উল্টে বিজয় চাকমা (২১) নামে হেলপার নিহত হওয়ার পর এবার  ড্রাইভারের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগর (৩০) কে চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতাল ভর্তি করানো হয়েছিলো। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চারদিন আইসিইউতে লাইভ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যায় পরিবার। অবস্থার অবনতি হয়ে ১৩ মে মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে চট্টগ্রামের মেরিন সিটি কলেজ হাসপাতালেই লাইভ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ট্রলি ড্রাইভার সাগর উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ট্রলি গাড়ি চালিয়ে নিজের পরিবার পরিজনের ভরণপোষণ করে আসছেন।

উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার রাত আনুমানিক ৯টায় উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের  হেলিপেট এলাকায় মালামাল নিয়ে আসার পথে ট্রলি গাড়ি উল্টে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় সাগরকে।  

পরিবার সূত্রে জানা যায়, সাগরের মৃত্যুর পরপরই চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতাল থেকে মরদেহের রিলিজ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনরা। নিজ গ্রামেই শেষ বিদায় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত
১ জুলাই ২০২৫ রাত ০৮:০৩:২৫





কেরানীগঞ্জে মাদক কারবারি আটক ২
১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬