নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষে এবছর ভালো ফলন হয়েছে। এতে বিগত সময়ের চেয়ে এখন এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের৷ সমলয় পদ্ধতি বলতে বুঝায় একসাথে একই জাতের ফসল চাষাবাদ৷যেখানে ধানের চারা রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত সব কিছুই হবে যন্ত্রপাতির সাহায্যে৷
নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা এলাকায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয় বোরো ধানের জাত ব্রি ধান- ৮৯৷এই পদ্ধতিতে জমিতে হাল চাষ, বীজতলা, জমিতে চারা রোপণ, সেচ ব্যবস্থা, সার-কীটনাশক ও কর্তন থেকে শুরু করে সব খরচ দিয়েছে সরকার। ২৪-২৫ অর্থবছরে পুনর্বাসন সহায়তায় এই উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১২ মে সোমবার দুপুরে এই প্রকল্পের ধান কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা৷
শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷কৃষকদের নিয়ে তেলেঙ্গা এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যের রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শফিকুর রহমান।
বক্তব্যে অতিথিরা বলেন, দেশে অর্থনীতির চাকা সচল রাখতে কৃষির কোনো বিকল্প নেই। দেশে যখন থেকে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হলো তখন থেকে কৃষি কাজে মানুষ বেশি গুরুত্ব দেওয়া শুরু করে৷সমলয় পদ্ধতিতে চাষাবাদ অনেক লাভজনক। একসাথে সবাই একই সেচ ব্যবস্থায় এবং একই দিন ধান রোপণ ও কর্তন করা যায়৷তাই দিনদিন এই পদ্ধতির দিকে কৃষকের আগ্রহ বাড়ছে৷
তারা আরও বলেন, কৃষি জমিকে আমাদের টিকিয়ে রাখতে হবে৷তা না হলে আগামীতে কৃষি খাত ধীরে ধীরে কমে যাবে৷ যেসব জমি অনাবাদি পড়ে আছে সেগুলো আবাদের আওতায় আনতে হবে৷ তাহলে কৃষিতে আর ঘাটতি থাকবে না৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) মোহাম্মদ রিজওয়ানুল বারী৷
এসময় নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হেসেন, অমিত হোসেন অন্তু ও বিভিন্ন ব্লকের কর্মকর্তাসহ বিভিন্নজন উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available