বিনোদন ডেস্ক: সংবাদমাধ্যমের ব্যস্ত সময় পেরিয়ে কখনো ক্যামেরার সামনে, কখনো আবার ক্যামেরার পেছনে—দুটি ভিন্ন জগতে সমানভাবে এগিয়ে চলেছেন এম এইচ মুন্না। পেশায় একজন সাংবাদিক হলেও অভিনয় ও নির্মাণে তার নিরলস প্রয়াস এখন আলোচনায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক গণতদন্ত-এর প্রধান সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিজেএ)-এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে সংবাদপত্রে লেখালেখির সঙ্গে যুক্ত থাকা মুন্না এখন নিয়মিত নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন। অভিনয়ের প্রতি ভালোলাগা থেকেই নাট্যনির্মাণে তার প্রবেশ, আর এখন তা হয়ে উঠেছে আরেকটি ভালোবাসার জায়গা। নিজের ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত প্রতিটি নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যেখানে উঠে এসেছে সমাজের বাস্তবতা, পারিবারিক টানাপড়েন, সম্পর্কের জটিলতা আর কৌতুকভিত্তিক ঘটনা।
তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—‘সাইকো’, ‘মিথ্যুক’, ‘বিয়ে পাগল বুলবুল’, ‘হাবু চোর’, ‘মতিনের ফেসবুক প্রেম’, ‘চুরি করা বউ’, ‘বেকুব জামাই’ ও ‘সৎ অফিসার’। এসব নাটকে শুধু অভিনয় করেই থেমে যাননি, গল্প ভাবনা, পরিচালনা, পরিকল্পনা এবং সম্পাদনার কাজেও রেখেছেন সরাসরি অংশগ্রহণ।
নাটকের পাশাপাশি সম্প্রতি তিনি কয়েকটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন, যেগুলো ঈদ উপলক্ষ্যে প্রকাশ পায় এবং দর্শকমহলে আগ্রহ তৈরি করে। গানগুলোর মধ্যে রয়েছে—‘কবুল কবুল’, ‘সুন্দরী সুরাইয়া’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘তোমার চোখে স্বপ্ন দেখি’ এবং ‘ঢাকা থেকে কলকাতা’। এসব গানে মুন্না নিজেই মডেল হিসেবে উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি নতুন প্রজেক্ট। একটি হচ্ছে ‘ম্যাডাম ফুলি’ নামের একটি আইটেম সং, যেখানে ভিন্ন এক রূপে দেখা যাবে তাকে। অন্যটি হলো ‘ব্যাড বয়’ নামের একটি থ্রিলারধর্মী ওয়েব সিরিজ, যেখানে দর্শক তাকে দেখতে পাবেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এম এইচ মুন্না বলেন, “সাংবাদিকতা আমার পেশা, আর অভিনয় আমার ভালো লাগা থেকে শুরু। এখন চেষ্টা করছি দুটোকে সমান্তরালে এগিয়ে নিতে। নাটকে এমন গল্প বলতে চাই, যাতে দর্শক নিজেদের খুঁজে পান—চেনা পরিবেশ, চেনা অনুভব।”
বিনোদনের জগতে জায়গা করে নেওয়া চ্যালেঞ্জিং হলেও মুন্না নিজের প্রচেষ্টা ও পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে সেই জায়গাটি তৈরি করে নিচ্ছেন। সময়ই বলবে এই যাত্রা কতদূর এগোবে, তবে এখনই বলা যায়—একজন সাংবাদিক হয়েও অভিনয়ভুবনে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন এম এইচ মুন্না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available