• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৮:২০ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৮:২০ (13-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

যেসব হলে দেখা যাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

১৯ জানুয়ারী ২০২৩ দুপুর ০২:১৪:৫৫

যেসব হলে দেখা যাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

বিনোদন ডেস্ক : ২০ জানুয়ারি শুক্রবার থেকে রাজধানীসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমণি অভিনীতি সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এই সিনেমার মধ্য দিয়ে দুই বছর পর আবার বড় পর্দায় ফিরছেন এ জুটি।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদনের জন্যই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তবে সব বয়সীদেরই ভালো লাগবে।’ সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান নির্মাতা।

সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

জানা গেছে, ঢাকাসহ দেশের মোট ১৭টি হলে মুক্তি পাবে সিনেমাটি। এরমধ্যে রাজধানী ঢাকার ১০টি, চট্টগ্রামের ৩টি এবং সিলেট, রাজশাহী, যশোর, খুলনার ১টি করে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি।

ঢাকার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা সিনেমা হল, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ