নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল।
২০ নভেম্বর সোমবার দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি।
জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফর্ম তুলেছেন রুবেল।
মনোনয়ন ফর্ম তোলার পর তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগ।
উল্লেখ্য, ১৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফর্ম বিক্রি হয়েছে। মনোনয়ন ফর্ম বিক্রি থেকে আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available