• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ দুপুর ১২:৩৮:৪৮ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ দুপুর ১২:৩৮:৪৮ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

নড়াইলে বিএনপির কার্যালয়ে বোমা হামলায় আহত ৩

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিএনপির কার্যালয়ে বোমা হামলায় ৩ জন মারাত্মক আহত হয়েছেন। ৭ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে গোবরা বাজারে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের ওয়াজেদ আলী তিুত, নিউটন গাজী ও বাবু মোল্যা।নড়াইল সদর থানার এসআই সুজাত জানান, বোমা বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ওয়াজেদ আলী তিতু’র অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নিউটন গাজী জানান, তারা শুক্রবার রাত ৯টার দিকে গোবরা বাজারে বিএনপির কার্যালয়ে বসা ছিলেন। হঠাৎ সিঙ্গাশোলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে তাদের উপর বোমা হামলা করা হয়।এদিকে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মোবাইলে একাধিকবার ডায়াল করেও বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আর এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।