• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫৮:৩৪ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫৮:৩৪ (08-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

এটিএম আজহার ন্যায় বিচার পেয়ে দলের নেতৃত্ব দিবেন: জামায়াত আমির

৮ মে ২০২৫ দুপুর ০১:২৫:৩৫

এটিএম আজহার ন্যায় বিচার পেয়ে দলের নেতৃত্ব দিবেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না। আমরা প্রত্যাশা করি, এটিএম আজহার ন্যায় বিচার পাবেন। তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন।

৮ মে বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর যিয়ারতে গিয়ে জামায়াত আমির এসব কথা বলেন।

জামায়াতে আমির জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন এটিএম আজহার। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি। আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবে। কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে। জেলে হত্যা করা হয়েছে।

এটি এম আজহার ন্যায় বিচার পাবেন প্রত্যাশা করে জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এ দেশে ফিরে আসতে পারবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ