ব্ল্যাক ওয়ার
বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। ৪ জানুয়ারি মঙ্গলবার বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
এর আগে গত ১ জানুয়ারি রোববার ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। মঙ্গলবার সেন্সর ছাড়পত্র দেয়ার পাশাপাশি বোর্ডের সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।
আগামী ১৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে চলচ্চিত্রটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’
‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান প্রমুখ।
ছবির একটি গানে চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি দেখা যাবে।
কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ‘ব্ল্যাক ওয়ার’ নির্মিত হয়েছে ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায়।
২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available