• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:০৯:৪৬ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:০৯:৪৬ (14-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

১৪ মে ২০২৫ সকাল ০৭:৩৯:১৮

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

১৩ মে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী মো. রাফি বলেন, রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় অন্য একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাউনিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
১৪ মে ২০২৫ দুপুর ০১:০৭:৩৮








গরমে কোন রঙের ছাতা বেশি উপকারী?
১৪ মে ২০২৫ সকাল ১১:৩৩:২০