• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৭:১২ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৭:১২ (14-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাট যুবদলের মিছিল ও সমাবেশ

১৪ মে ২০২৫ সকাল ১১:৩১:৫৮

লালমনিরহাট যুবদলের মিছিল ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে এবং আগামী ২৪ মে রংপুর ও রাজশাহী বিভাগীয় (বগুড়া) তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার উপলক্ষে জেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলির নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামারবাড়ি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে মিশন মোড় হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হামার বাড়ি কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

দুলু বলেন, আগামী ২৪ মে রংপুর ও রাজশাহী বিভাগীয় (বগুড়া) তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার উদ্দেশ্যে এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে লালমনিরহাট জেলা যুবদল আরো সহসী ভূমিকা পালন করবে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে কাজ করতে হবে।

সমাবেশে জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক আনিছুর রহমান আনিস (ভিপি আনিস) ও সদস্য সচিব হাসান আলী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু
১৪ মে ২০২৫ বিকাল ০৩:০২:৫৫





কাউনিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
১৪ মে ২০২৫ দুপুর ০১:০৭:৩৮