• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৩৯:৪৮ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৩৯:৪৮ (08-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেয়ার সময় পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক

৭ মে ২০২৫ সকাল ০৯:০৯:২৪

স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেয়ার সময় পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় পাঁচ ভুয়া ডিবি পুলিশের সদস্যকে আটক করেছে জনতা। পরে তাদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ও র্্যারের বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি এবং হ্যান্ডকাফ উদ্ধার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

আটকরা হল বরিশালের গৌরনদী এলাকার মো. রুবেল(৪০), কিশোরগঞ্জ জেলার দুলু মিয়া (৪৫), নেত্রকোনা জেলার উৎপল(৪৬), মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. আরিফ(৪২)

৬ মে মঙ্গলবার রাত আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর বোডিং এলাকায় থেকে তাদের আটক করে জনতা।

জানা গেছে, ঢাকা টু নবাবগঞ্জ রোডে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ১৯-৩৬৮৩) ৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নবকলি বাসটিকে গতিরোধ করে। পরে তারা গাড়িটি তল্লাশি করে স্বর্ণ ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গাড়িটিতে থাকা অন্যান্য যাত্রীদের প্রতিরোধের মুখে ডিবি পুলিশের ভুয়া সদস্যরা গাড়ি থেকে নেমে মাইক্রোবাস যোগে ঢাকার দিকে  চলে যায়। এ ঘটনা নবকলি বাসের সুপারভাইজার তাৎক্ষণিক মোবাইল ফোনে রুহিতপুর স্ট্যান্ডে থাকা পরিবহন শ্রমিকদের জানালে তারা স্থানীয় লোকজন নিয়ে রুহিতপুর বোর্ডিং এলাকায় গাড়িটি আটক করে।

এসময় ডিবি পরিচয়ধারী ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৫ জনকে আটক করা হলেও গাড়ি চালক পালিয়ে যায়। পরবর্তীতে তাদের আটকে রেখে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৭