• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:১০:৫৩ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:১০:৫৩ (21-May-2024)
  • - ৩৩° সে:

নীলফামারীতে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম সবুর। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের নীলফামারী শহর হতে গ্রেফতার করা হয়।  গ্রেফতাররা হলো, জেলা শহরের সওদাগড়পাড়ার মৃত আলিমুজ্জামান মিলনের ছেলে নাদিম জামান ঊষা (২৪), বাড়াইপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে তানভীর আহম্মেদ প্রান্ত (২৩) ও ডালপট্টি এলাকার নেয়ামত আহমেদের ছেলে ফজলে রাব্বী (২৩)।জনা যায়, জেলা সদরের চাপড়া সরঞ্জামি ইউনিয়নের যাদুরহাট এলাকার নূর ইসলামের ছেলে সজল ইসলাম (২০) বুধবার ইসলামী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দেয়ার জন্য অটোরিক্সায় চৌরঙ্গী মোড়ে আসে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে আসামিরা সজলকে মোটরসাইকেলে তুলে নেয়। এরপর তাকে নীলফামারী বাইপাস সড়কের উত্তরা কোল্ড স্টোরেজের দক্ষিণের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সজলের পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তার হাতে মাদক ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও করে। এরপর ১০০ টাকা মূল্যের নন জুডিসিয়াল ফাঁকা ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় তারা। তারপর সজলের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে। ওইদিন সন্ধ্যায় টুপামারী ইউনিয়নের শাপলাপাড়ার নির্মানাধীন একটি বাড়িতে সজলকে নিয়ে গেলে কৌশলে সজল চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সজলকে থানায় নিয়ে আসে এবং রাতে সজল নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পুরানো হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, তাদের মোবাইল ফোন থেকে এধরনের বেশকিছু ভিডিও এবং স্বাক্ষর করা ফাঁকা ষ্ট্যাম্পের ছবি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।