• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ বিকাল ০৫:০২:১৪ (28-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ বিকাল ০৫:০২:১৪ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

আশুলিয়ায় ৮ মাটির চোর গ্রেফতার, ১ মাসের কারাদণ্ড

৩ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:২১:২০

আশুলিয়ায় ৮ মাটির চোর গ্রেফতার, ১ মাসের কারাদণ্ড

জহিরুল ইসলাম খান লিটন, স্টাফ রিপোর্টার (সাভার) : সাভারের আশুলিয়ায় বেআইনিভাবে আবাদি কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৮ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই কারাদণ্ড দেয় আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আনোয়ার হোসেন। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আশুলিয়ার শিমুলিয়া রনস্থল গ্রামের ফেদু বেপারীর ছেলে মো. রসুল উদ্দিন (৪৭), গাজীপুরের কালিয়াকৈরের পাকুরাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. রাজিব (২২), একই থানার ডোবাইল গ্রামের মো. বছুর উদ্দিন ছেলে মো. সাইফুল ইসলাম (২০) , একই থানার গোসতরা গ্রামে মো. মকবুল হোসেনের ছেলে মো. মোসলেম (৪২), ধামরাইয়ের বারাড়িয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯),একই গ্রামের আব্দুল মালেলেরকর ছেলে মো. জুলহাস হোসেন (২৬)  ধামরাইয়ের ফইসকা গ্রামের মানিক ময়িার ছেলে মো. শিপুল হোসেন (১৮), ফেনী জেলার সোনাগাছি থানার দক্ষিণ চরদরবেশ গ্রামের নরুল ইসলামের ছেলে মো. আকবর হোসেন (২০)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, মাটির চুরি অভিযোগে শিমুলিয়া অভিযানে হাতে নাতে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে যাছাই-বাছাই করে ৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি জানান, এই চক্রটি মাটি চোর। তারা দীর্ঘদিন ধরে আইন ভেঙ্গে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। অনেক সময় জমির মালিকও মাটি বিক্রি করে। আবার চক্রটি জোর করেও মাটি কেটে বিক্রি করে আসছিল। আবাদি কৃষি জমির মাটি কেটে এভাবে ইটভাটায় বিক্রি করা আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারা মোতাবেক তাদের এই সাজা দেয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামীদের আশুলিয়া থানার সহযোগিতায় জেল হাজতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৪:১৫:৩৩



জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৬:৫১




জাবির শেখ রাসেল হলে গণরুমের ছড়াছড়ি
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩২:১৫