নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁও থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় খিলগাঁও থানার খিলগাঁও বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আশরাফুল আলম ও মোঃ ইউসুফ সরদার।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম। তিনি জানান, কয়েকজন মাদক কারবারি খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হেডকোয়ার্টার্সের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আশরাফুল ও ইউসুফকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available