প্রথমবারের মতো জাতীয় কারাতে প্রতিযোগিতায় ইবি শিক্ষার্থী সাদিয়া
ইবি প্রতিনিধি: ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা সাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের কারাতে ক্লাবের ক্রীড়া সম্পাদক। সাদিয়া ৬১ কেজি ওজন শ্রেণিতে কুমিতে কুষ্টিয়া বিভাগের হয়ে অংশ নেন।৯ মে শুক্রবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে তিনদিন ব্যাপী “২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫” শুরু হয়। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা ও সংগঠন থেকে মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দলের মধ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এবং অন্যান্য সরকারি ও বেসরকারি অঙ্গ সংগঠন। ৮৭ দলের ২১টি ওজন শ্রেণিতে খেলোয়াড় পুরুষ ৫১৭ জন, মহিলা ২২৩ জন, বিভিন্ন সংস্থার ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং ও ম্যাটের জন্য রেফারি/জাজ ৮০ জন সর্বমোট ১০৮১ জন অংশগ্রহণ করেন।অভিজ্ঞতা সম্পর্কে সিদরাতুল মুনতাহা সাদিয়া বলেন, ‘এটি ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় দিন। কুষ্টিয়া জেলার হয়ে ৬১ কেজি কুমিতে অংশগ্রহণ করেছিলাম। আমার ওজনের প্রতিযোগীদের মধ্যে কেউ SAFF খেলে, কেউ আন্তর্জাতিক খেলে, বাংলাদেশ ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়াও এবং অন্যান্য বিভিন্ন জেলার অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছিল। তাদের প্র্যাকটিসের তুলনায় আমার প্রস্তুতি ছিল একেবারেই নবীন পর্যায়ের। আমি ভেবেছিলাম আজ হয়তো আহত হয়ে বাড়ি যেতে হবে। কিন্তু ভাগ্যক্রমে চারটি রাউন্ডের মধ্যে একটি রাউন্ড জিততে পেরেছি। পরের রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা সমানভাবে হয়েছে তবে কেউ আহত হয়নি। চারটি জিততে পারলে গোল্ড মেডেল এবং SAFF তে খেলার সুযোগ হতো।’তিনি আরও বলেন, ‘আহত হইনি এটাই সবচেয়ে বড় স্বস্তি। আল্লাহর কাছে শুকরিয়া। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নেব। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সেনসি ও তানজিনা আপুকে। তাদের অনুপ্রেরণাই আমাকে সাহস ও শক্তি যুগিয়েছে।‘