ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১০০ নম্বরের পরীক্ষায় ৬৪.২৫ পেয়ে প্রথম হয়েছেন নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রাকিবুল হাসান। তার রোল ডি১১১৬।
১১ মে রোববার রাত সাড়ে ৯টায় ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত এই ফল প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান প্রমুখ।
এদিন, সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনে ডি ইউনিটের পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এতে পাশের হার ৭০ শতাংশ। জিপিএ-সহ ১২০ নম্বরের মধ্যে ১০৪.২৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন শয়ন আরাফাত (ডি-১৯৫৯) এবং ১০৪.০২ নম্বর তৃতীয় হয়েছেন মেহেদী হাসান রনি (ডি-০৭৪৮)।
উল্লেখ্য, ডি ইউনিট ভুক্ত ৪টি বিভাগ হচ্ছে- আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এতে প্রতি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়েন ভর্তিচ্ছুরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available