• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৭:৩৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৭:৩৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ববির শেখ হাসিনা হলে পানির সমস্যা প্রবল

৬ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৯:৪৬

ববির শেখ হাসিনা হলে পানির সমস্যা প্রবল

অনামিকা আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেয়েদের শেখ হাসিনা আবাসিক হলে তীব্র পানির সমস্যা দেখা দিয়েছে। ২০১৬ সালে উদ্বোধনের পর থেকেই খাবার ও পানির সংকটে ভুগছে এ আবাসিক হলের ছাত্রীরা।

অভিযোগ আছে,  ডাইনিংয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবার পরিমাণে কম দেয়াসহ ছাত্রীদের সাথে খারাপ আচরণের।

কথা হয়  শিক্ষার্থী ইতি বাড়ৈয়ের সাথে। তিনি বলেন, আমাদের ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ। লাঞ্চ বা ডিনারের টাইমে সময়মত খাবার পাওয়া যায় না। প্রতিদিন একই রকমের খাবার শিক্ষার্থীদের দেয়া হয়। আমি খাবারের মধ্যে কয়েকবার পোকা পেয়েছি। আর পানির সমস্যার কথা কি বলবো, খাওয়ার পানি, গোসলের পানি কোনটাই আমরা ঠিকমতো পাই না। এমনও অনেক দিন গেছে গোসলের পানি না থাকার কারণে আমি গোসল করতে পারিনি।

অভিযোগ করেন আবাসিক শিক্ষার্থী সুমি অবন্তি। তিনি বলেন, কি রকম ভয়াবহ পানি সমস্যার মধ্যে আমরা আছি তা কেউ না দেখলে বুঝতে পারবে না। দেখা গেলো খাবার শেষ করেছি কিন্তু ফিল্টারে পানি নেই বলে পানি না খেয়েই ক্লাসে গিয়েছি। বাথরুম ও টয়লেটে গিয়ে পানি না পেয়ে কতবার যে বিপদে পরেছি, তা বলে শেষ করতে পারবো না। পানির অভাবে কোনদিনও ঠিক সময়ে গোসল করতে পারি না।

ছাত্রীদের অভিযোগের ব্যাপারে কথা হয় শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভিনের সাথে। তিনি বলেন, পানির সমস্যা সমাধানে আমরা দ্রুতই নলকুপ বসাবো। বাকি সমস্যাগুলোও অল্প সময়ের মধ্যে ক্রমান্বয়ে সমাধান করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজশাহীতে চিনির বিকল্পে স্টেভিয়ার চাষ
২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫৪:৫৬



তীব্র তাপদাহে ৭ দিন বন্ধ স্কুল-কলেজ
২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৮:১৭