• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৩৬:০৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৩৬:০৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

চারদফা দাবিতে ববি শিক্ষার্থীদের মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণ দাবি এবং ২২ আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ২৯ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মশালমিছিল শেষে তাঁরা মহাসড়কে বসে পড়েন।টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এ কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে রাত সাড়ে ১০টার দিকে দাবি মেনে নেওয়ার জন্য ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা।অবরোধকারী শিক্ষার্থীরা সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমান রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অপসারণ করা অধ্যাপক মুহসিন উদ্দীনকে পুনর্বহাল, ‘স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের’ জন্য উপাচার্যকে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় দায়ের করা সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানান।সাধারণ ডায়েরিতে ২ নম্বরে নাম থাকা নাজমুল ঢালী বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছি। কিন্তু এই যৌক্তিক দাবি থেকে সরানোর জন্য স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদের মামলার ভয় দেখানো হয়। এ জন্য আমরা ৪ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের দাবি যতদিন মেনে না নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে।বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদমুক্ত করতে হলে আমাদের দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থেকে যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে এবং এখনো ফ্যাসিবাদী কার্যক্রম অব্যাহত রেখেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দিতে চাই না। শিক্ষার্থীদের যৌক্তিক প্রতিটি আন্দোলনে উপাচার্য মামলা দিচ্ছেন, যেটা ইতিহাসে খুবই বিরল।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে দেখা না করা ও দাবি মেনে না নেওয়ার কারণে আজ বুধবার সকালে পুনরায় সড়ক অবরোধের কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।