ইবি প্রতিনিধি: গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শেষ পরীক্ষায় ‘এ’ইউনিট (বিজ্ঞান) এ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে উপস্থিতির হার ৯৬.৬০ ভাগ।
৩ জুন শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ৫টি একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়টিতে ৪ হাজার ৯১৭ জন ভর্তিচ্ছুর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬৭ জন।
পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ‘এ’ ইউনিটের সমন্বয়কারী জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম প্রমুখ।
পরীক্ষা চলাকালে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার-স্কাউট গ্রুপের সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের মেইন গেট ও একাডেমিক ভবনগুলোর সামনে সিট প্ল্যান সংবলিত ডিজিটাল ব্যানার লাগানো হয়। ক্যাম্পাসে সব ধরণের যান চলাচল নিষিদ্ধ ছিলো।
পরীক্ষা হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি যে কক্ষ গুলোতে গিয়েছি সবগুলোতে প্রায় ১০০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি দেখেছি। আজকেরটাসহ তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবগুলোতেই আমি দেখেছি আইনশৃঙ্খলাবাহিনী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের কোনো গাফিলতি ছিলো না সবাই আন্তরিক ভাবে তাদের দায়িত্ব পালনগুলো করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available