ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জেলা পরিষদের সাবেক সদস্য ইমান উদ্দিনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১০ মে শনিবার আন্তঃবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন থাকা ইউনিট, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ অভিযানে জেলা পরিষদের সদস্য ইমান উদ্দিনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে ইমান উদ্দিনের কাছ থেকে দেশীয় অবৈধ একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট এলাকার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available