কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের মুহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী রহ. জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরস্থ হাফেজ্জী হুজুর মসজিদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া আলেমদের মুক্তির ব্যাপারে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী রাহমাতুল্লাহি আলাইহির ভূমিকা ছিল অবিস্মরণীয়।
তারা আরও বলেন, বাতিল ফেরকা, নাস্তিক মুরতাদদের বিপক্ষে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। যেকোনো ইস্যুতে তিনি থাকতেন সম্মুখসারিতে।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সব চেয়ে বড় কারামাত হলো তার ‘শরাফত’। তিনি ছিলেন অমায়িক। যে কারো সাথে তিনি সহোদর ভাইয়ের মত মিশতেন। যেকোনো প্রয়োজনে তাঁর কাছে আসলে তিনি যথাসম্ভব খেদমত করার চেষ্টা করতেন। এছাড়াও মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর অসম্ভব ভালো একটা গুণ ছিল, তিনি সহজে রাগ হতেন না।
আলোচনা সভায় বক্তারা খেলাফত প্রতিষ্ঠা নিয়ে তার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, তার আমৃত্যু স্বপ্ন ছিল, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা। তিনি এ লক্ষ্যে কাজ করে গেছেন। এখন তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের উপর। তার আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, তিনি চমৎকার কুরআন তেলাওয়াত করতেন। দারুল উলূম করাচিতে পড়াশোনাকালীন পাকিস্তানের মুফতি শফী রহ. তাকে ডেকে ডেকে তিলাওয়াত শুনতেন।
হযরত হাফেজ্জী হুজুর রহ. খলিফা শাইখুল হাদিস মাওলানা ইসমাইল ইউসুফ বরিশালির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আল জামিয়া পটিয়া আল ইসলামিয়ার মুহতামিম মুফতি আবু তাহের নদভী, শাইখ জাকারিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাইদ, মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা খুরশিদ আলম কাসেমী, ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল্লাহ মুহাম্মাদ হাসান, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবাইর আহমদ, ইসলামী আন্দোলনের প্রতিনিধি আলহাজ আবদুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগঠক সানাউল্লাহ খান, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মুহিউদ্দিনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, খতমে নবুওয়াত আন্দোলনের আমীর মুফতি নূর হোসাইন নুরানী, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদী, জামিয়া এমদাদুল উলূম ফরিদাবাদের মুহাদ্দিস মুফতি ইমাদুদ্দীন, ইসলামিক রিসার্চ সেন্টারের মুহাদ্দিস মুফতি রফিকুল ইসলাম মাদানী, মারকাজুত তারবিয়্যাহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দীন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, নায়েবে আমীর মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, রুকনুজ্জামান রোকন, মাওলানা ইহতেশামুল হক উজানী,মাওলানা মুসা বিন ইযহার,মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী, মাওলানা মহিউদ্দিন ফারুকী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available