ইবি প্রতিনিধি: সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর রহস্য উন্মোচনে গঠিত তদন্ত কমিটির সার্বিক অগ্রগতি জানতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এসেছেন নিহতের বাবা, চাচা, ভগ্নিপতি ও প্রতিবেশী।
২২ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও গঠিত তদন্ত কমিটি ও উপ-উপাচার্যের সাথেও সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকের মুখোমুখি হন তারা।
তারা জানান, পোস্টমর্টেমের পর সাজিদের মৃতদেহ নিতে এসেছিলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত এবং তদন্তের অগ্রগতি জানতে বিশ্ববিদ্যালয়ে এসেছি। মূলত হল প্রশাসনের তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি ও উপ উপাচার্যের সাথে দেখা করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন রিপোর্ট প্রকাশ করে এটা আমাদের দাবি। তার (সাজিদ) যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে কোনো চাওয়া নাই। কিন্তু যদি হত্যা হয় তাহলে আমরা তার বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমার সন্তানের মতো। আমরা চাই, সাজিদ হত্যাকে ইস্যু করে কেউ যেন রাজনৈতিক সুবিধা, অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলতা তৈরি করতে না পারে।
পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে কি-না জানতে চাইলে তারা বলেন, আমরা প্রাথমিকভাবে একটি জিডি করেছি। তবে আপাতত আমাদের মামলা করার ইচ্ছে নেই। যদি তদন্ত রিপোর্টে হত্যাকাণ্ড বলা হয় তাহলে পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নিবো।
এর আগে কুষ্টিয়ায় প্রথম জানাজায় উপস্থিত বিএনপি নেতা নজরুল ইসলাম শিক্ষার্থী সাজিদের নিহত হওয়ার পিছনে শিবিরের হাত আছে বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি নিজেকে রাজনৈতিক দলের পরিচয়ে বক্তব্য দিয়েছিলেন। আমি তখনই প্রতিবাদ করে বলেছি- একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত কাউকে ট্যাগ করে কিছু বলা যাবে না।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল ছয়টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ আব্দুল্লাহর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য উন্মোচনে তাৎক্ষণিকভাবে বিশ্বিবদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available