স্টাফ রিপোর্টার: প্রাথমিক পর্যায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ একটি বড় ধরনের ষড়যন্ত্র ও নিষ্পাপ কোমলমতি শিশুদের সাথে বৈষম্য ছাড়া অন্য কিছু নয়।
এ ধরনের হঠকারী ও বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জারিকৃত এসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেয়ার জোর দাবি জানিয়েছেন বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
২৩ জুলাই বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংগঠনের চেয়ারম্যান ইসকান্দর আলী হাওলাদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মহাসচিব মো. রেজাউল হক।
তিনি বলেন, দেশে ৫০ হাজারের বেশি কিন্ডারগার্টেনে প্রায় ১ কোটিরও বেশি শিক্ষার্থী পাঠদান করছে। প্রাথমিক শিক্ষা প্রসার লাভে এ সকল বেসরকারি প্রতিষ্ঠান গুলো অগ্রণী ভূমিকা পালন করে চলছে। এ অবস্থায় দেশের একটি বড় অংশের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা নেয়ার এ সিদ্ধান্ত কোনোভাবে যুক্তিসংগত নয়। এটা অন্য শিক্ষার্থীদের হতাশ করা ও তাদের সাথে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।
বক্তারা আরো জানান, কর্তৃপক্ষকে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে সরে এসে সবাইকে এ সরকারি বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হাবে অন্যথায় সারাদেশে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ নুরুজ্জামান কায়েস, লায়ন তাজুল ইসলাম নজরুল, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম আকন্দ, ডা: মো: হাসান আলী, মো: হাসানুজ্জামান খসরু, মো: ইশ্রাফিল হোসেন ও আলহাজ আব্দুল মতিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available