নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস সামিট 'গ্লোবাল এসএমই সামিট ২০২৫'। এই সামিটে বাংলাদেশের সমন্বয়কারী ও গ্লোবাল আয়োজক কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নিয়াজুল ইসলাম রনি। এই বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের মে মাসে নিয়াজুল ইসলাম রনি গ্লোবাল এসএমই বিজনেস হোম (GSBH), সুইজারল্যান্ড-এর বাংলাদেশ অপারেশনের প্রধান হিসেবে যোগ দেন। একই বছরের ২১ নভেম্বর, তিনি ঢাকায় একটি সফল ও ঐতিহাসিক অনুষ্ঠান আয়োজন করেন যেখানে ২৫০-এরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এমডি, সিইও এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এই অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায়, গ্লোবাল এসএমই বিজনেস হোম তাকে একটি নতুন আন্তর্জাতিক দায়িত্বে নিয়োগ দিয়েছে। এই সামিটে বাংলাদেশের সমন্বয়কারী এবং গ্লোবাল আয়োজক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।
এই সামিটে বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে ৩০০+ প্রতিনিধি, ২০০+ সিইও এবং ২০+ আন্তর্জাতিক বক্তা অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে, যা গ্লোবাল এসএমই ইকোসিস্টেমে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, নিয়াজুল ইসলাম রনি এই আগে এম্ভিনেস লজিস্টিকস লিমিটেডের বাংলাদেশ অংশের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালয়েশিয়ার পেনাং-এ ওয়ার্ল্ডওয়াইড সোর্সেস এন্টারপ্রাইজ-এর বিজনেস ডেভেলপমেন্ট প্রধান, শপির সিনিয়র লজিস্টিক ম্যানেজার, ইনস্টাপে টেকনোলজি, দ্য লরি, MYEG সার্ভিস বারহাদ এবং MyMilk Sdn Bhd-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি মার্কেটিংয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেছেন। তিনি বাংলা, ইংরেজি, হিন্দি, মালায় ভাষায় দক্ষ, যা তাকে আন্তর্জাতিক পর্যায়ে সেতুবন্ধনের ক্ষেত্রে অগ্রণী করে তুলেছে। তার বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে: কাস্টমার ও সেলস ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশনস, লজিস্টিকস ও মার্কেটিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স এবং স্ট্র্যাটেজিক নেতৃত্ব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available