গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবির (৩৭) নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
পেশাগত দায়িত্ব পালনের সময় বিরোধের জেরে একাধিকবার হুমকির শিকার হওয়ার পর ২২ জুলাই রাতে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার-ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি অভিযোগ করেন, রিপোর্ট সংগ্রহের সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা তার কাজে বাধা সৃষ্টি করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।
অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের মো. জাহিদুল (২২), পিতা- শফিকুল ইসলাম, মো. ফাহিম (১৮), পিতা- আফির উদ্দিন এবং মো. হোসেন মিয়া (২১), পিতা- মিয়াজ উদ্দিন।
গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. ফাহিম তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক হুমায়ুন কবিরকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্তরা যে কোনো সময় আমাকে ও আমার পরিবারের ওপর হামলা চালাতে পারে।’
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available