নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অবৈধ অটোগুলো কোনো ভাবেই শহরে চলতে পারবে না। চাষাঢ়া ও ২নং রেলগেট এলাকায় আমাদের ভ্রাম্যমাণ আদালত চলতে থাকবে। বাস মালিকদের বলতে চাই, আপনাদের আর কতবার বলতে হবে রাস্তায় বাসগুলো রাখবেন না। আপনি চেঞ্জ করুন, অটোচালকের কথা কেন আপনি বলবেন।
৭ মে বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসন সংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, রুট পারমিট ও ফিটনেসবিহীন সকল বাস ডাম্পিংয়ে দেয়া হবে। দ্রুত আপনারা এ সকল বাস সরিয়ে নিবেন। আমরা এগুলো কোনো ভাবেই ছাড় দেব না। আমরা কারও প্রতি রুষ্ট হতে চাই না। আপনারা আজকে সিদ্ধান্ত নিবেন কী পরিমাণ আনসার আপনাদের প্রয়োজন। এটা আজকের মধ্যে আপনারা আমাদের জানাবেন।
মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চেম্বার অনেকগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়ে আমরা কাজ করবো। আমরা তাদের প্রস্তাবগুলো দেখেছি। তারা খুব ভাল প্রস্তাব দিয়েছে। আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তার সমাধান করতে হবে। তবে আমাদের আইনের আওতায় থেকে কাজ করতে হবে। আপনি যদি ভাবেন আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করবেন সে সুযোগ আইনেও নেই, আমার কাছেও নেই।
তিনি আরও বলেন, আমরা আপনাদের দাবির কথা শুনবো এবং যৌক্তিক দাবির ক্ষেত্রে ব্যবস্থাও নেবো। কিন্তু আপনি রাস্তা বন্ধ করবেন, অফিস ঘেরাও করবেন এটা চলবে না।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী শ্রেণীর ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available