কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: প্রতারণার ৮টি মামলার পলাতক আসামি মো. সাইদুল ইসলামকে (জ্বিনের বাদশা) গ্রেফতার করেছে পুলিশ।
৮ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন এলাকা হতে গ্রেফতার করা হয়। মো. সাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহিশামুড়ি এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাজীপুর, নেত্রকোণা, মানিকগঞ্জসহ মোট আটটি জেলায় প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, জালিয়াতি, বিশ্বাসভঙ্গসহ নানা অভিযোগে মামলা দায়ের হয় ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এলাকায় না থেকেও বিভিন্ন সময়ে ছদ্মবেশে চলাফেরা করতেন। তার গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাইদুল ইসলাম ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়, বিকাশের মাধ্যমে প্রতারণা, কখনো জিনের বাদশা পরিচয়ে নানা প্রতারণা চালিয়ে আসছিল। তার এ চক্রের সাথে স্থানীয় অনেকেই জড়িত থাকতে পারে। তাই মামলা গুলো তদন্ত করে এ চক্রের সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ওসি সেলিম মালিক বলেন, লালমনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় ৮টি প্রতারণা মামলার পলাতক আসামিকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available