• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:১৪:১৪ (02-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:১৪:১৪ (02-May-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

পলাশবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

২ মে ২০২৫ সকাল ০৮:৪০:১০

পলাশবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

১ মে বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রা‌মের সাদা মিয়ার ছে‌লে শ্রাবণ ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ড‌লের ছে‌লে কৌ‌শিক মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যু্বক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৌশিক ও শ্রাবণ নামে দুই যুবক নিহত হয়।

আহত দুজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো দুর্ঘটনায় দুজনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ