• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:০৬ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান গ্রেফতার

২ মে ২০২৫ বিকাল ০৫:১২:৫০

সংবাদ ছবি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। 

২ মে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।  তিনি সেনওয়ালিয়া টাট্টি বাড়ির বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে জাতীয় শ্রমিক লীগের নেতা হিসেবে প্রভাব খাটিয়ে এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকার সাধারণ মানুষের জমি দখলসহ নানা অনিয়ম করে গেছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ থাকলেও এতদিন তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

Ad

এলাকাবাসীর দাবি, ছাত্র ও জনতার আন্দোলন দমনে অর্থ সহায়তা দিয়ে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ফলে তার কর্মকাণ্ড এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ‘জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
শিবালয়ে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৭৮
১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৯







সংবাদ ছবি
নওগাঁয় আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে
১৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৯:৫৫


Follow Us