নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
গত ৩০ এপ্রিল চার স্তরের নিরাপত্তা চেয়ে বিএনপির পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার সঙ্গে দেশে আসবেন ডা. জোবাইদা রহমান এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন।
‘জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসাবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিম্নরূপভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সেগুলো হলো-
১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ।
২. গাড়িসহ পুলিশ প্রটেকশন।
৩. বাসায় পুলিশ পাহারা।
৪. বাসায় আর্চওয়ে স্থাপন।
উল্লেখ্য, ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমানো জোবাইদা রহমান। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোবাইদা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available