নীলফামারী প্রতিনিধি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সৈয়দপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল সড়কস্হ, সৈয়দপুর রাজনৈতিক জেলা, উপজেলা,পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক,এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান কার্জন, জেলা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক ও নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি র সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মো.মমিনুল ইসলাম রাব্বি, শ্রমিকদলের সদস্য সচিব হামিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কারী মাকসুদ আলম।
এ সময় বক্তারা মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available