• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৪:১০ (20-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রামের পটিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট শুক্রবার বিকেলে পটিয়া হযরত শাহচাঁন্দ আউলিয়া জামে মসজিদে আসরের নামাজর পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, শাহাদাত হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও পটিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।