বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আছর রাজধানীর রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অফিস প্রাঙ্গণে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।সভায় সভাপতিত্ব করেন রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি উত্তরা জোনের সভাপতি এবং দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব সাহেদ মাহমুদ।সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।