• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৫৬:১৫ (19-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে এনামুল হক মোল্লার নিঃশর্ত মুক্তির জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী আটককৃত এনামুল হক মোল্লার নিঃশর্ত মুক্তির জন্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।বুধবার ১২ নভেম্বর দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে তার নিজ বাড়িতে এই আয়োজন করা হয়।দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরমী জামিয়া আনোয়ারীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও প্রধান মুফতি মঈদ্দিন সিরাজী, সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ইজাহার, সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদ, সিনিয়র শিক্ষক মাওলানা মাহফুজ, সিনিয়র শিক্ষক মাওলানা আনসারুল ইসলাম, আক্তারুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আল-আমীন, সিটপারা মুন্সিবাড়ী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু রায়হান, তাহফিদুল কোরআন ইসমাঈলিয়া মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু উবাইদা, দারুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম, ফাতেমাতুজ জুহুরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রিয়াজ উদ্দিন।দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রিন্সিপাল এমদাদুল হক, মোড়লপাড়া হাফিজিয়া মাদ্রাসার পিন্সিপাল হাফেজ মাওলানা মোজ্জামেল হক, ৬নং হালকায়ে জিম্মাদার বরমী ইউনিয়ন মোঃ তরিকুল ইসলাম বাচ্চু মিয়া প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ সহ স্থানিয় ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।