• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ দুপুর ০২:০৬:৪৩ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ দুপুর ০২:০৬:৪৩ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুরির অপরাধে এক কর্মচারী গ্রেফতার

২ জুলাই ২০২৫ সকাল ০৯:৪২:৫৪

সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুরির অপরাধে এক কর্মচারী গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেশিন (সিএ্যান্ডডাব্লিউ) শপে লোহা চুরির ঘটনা ঘটেছে। চুরির সাথে জড়িত থাকার অভিযোগে টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) জাবেদ (৩৫) কে আটক করে কারখানার নিরাপত্তা বাহিনী। পরে তাকে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বরত ইনচার্জ (হাবিলদার) রেলওয়ে কারখানার কর্মচারী ও ব্যবসায়ীসহ ৮ জনের বিরুদ্ধে ৩০ জুন রাতে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা করে। মামলার বাদী হয়েছেন ক্যারেজ এ্যান্ড ওয়াগন শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসই) জাহাঙ্গীর আলম।

১ জুলাই জাবেদকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার আসামী জাবেদ সৈয়দপুর শহরের পাটোয়ারী পাড়ার মমিতুল ইসলামের ছেলে।

মামলার সূত্র মতে, কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ৩০ জুন গোপন সূত্রে জানতে পারেন, তার শপে লোহার বাবরি চুরি যাওয়ার বিষয়টি। তিনি তাৎক্ষণিক রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ককে বিষয়টি অবগত করেন। পরে ওই শপের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখেন, কারখানার টিএলআর মো. জাবেদ একটি বস্তায় করে লোহার বাবরি চুরি করছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনী জাবেদকে আটক করে। তিনি ওয়াগন শপের ইনচার্জ জাহাঙ্গীর আলমের কাছে চুরির ঘটনা স্বীকার করেন।

এসময় চুরির সঙ্গে জড়িত বাফার সেকশনের টিএলআর হুমায়ুন কবির (৪৩), ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের টিএলআর সাইফুল ইসলাম (৩৫), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার হাসান আল মামুনের (৪০) নাম উল্লেখ করেন। চুরি করা এসব মালামাল সৈয়দপুরের ব্যবসায়ী মোহন চন্দ্র, মুন্না হোসেন, জাভেদ আকতার ও এরশাদ আলীর কাছে বিক্রি করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি।

এদিকে চুরির এ ঘটনায় রেলওয়ে কারখানার সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার হাসান আল মামুন, টিএলআর হুমায়ুন কবির ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা
৪ জুলাই ২০২৫ দুপুর ১২:১৩:৫৬