• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৩৬:১৩ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৩৬:১৩ (14-May-2024)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে অর্ধকোটি টাকার মোবাইল চুরি, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মোল্লা টেলিকম নামের একটি মোবাইল দোকানের শার্টারের তালা ভেঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩৫২টি মোবাইলফোন চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাও লুটে নেয় চোরেরা। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।২৯ মার্চ শুক্রবার রাতে মোল্লা টেলিকমের মালিক রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে শুক্রবার ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের নিউমার্কেটে চুরির এ ঘটনা ঘটে।নিউমার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, রায়হানের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বিক্রি করা হয়। ওই দোকানে রেডমি, রিয়েলমি, বিভো, অপ্পো, শাওমি, অনর, ইনফিনিক্স ও সিম্ফনিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে চোর এ দোকানে চুরি করে। বাজারের পাশে পুলিশ ফাঁড়ি, চন্দ্রগঞ্জ থানা ও বাজারের এত নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখেও চোর শনাক্ত করা সম্ভব হয়নি গেলো ২৪ ঘণ্টায়।সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন মাথায় ক্যাপ পরা। অন্যজন ছিলেন খালি মাথায়। তারা দুজনই তরুণ বয়সের।ভুক্তভোগী রায়হান উদ্দিন বলেন, ২৮ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। শুক্রবার সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন মোবাইল ফোনগুলো নেই, ক্যাশে নেই নগদ দুই লাখ টাকাও।চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।