• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:৫৩ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:৫৩ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সেনবাগ থেকে নিখোঁজ দুই ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার

৪ জুলাই ২০২৫ দুপুর ১২:৪২:৫৪

সেনবাগ থেকে নিখোঁজ দুই ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সাকেল) একেএম ইমরান হোসেন খান। এর আগে ২ জুলাই বুধবার দুপুরে ১টার দিকে তাদেরকে সিলেটের কতোয়ালী থানা এলাকা থেকে সিলেট কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত অপু মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া অপুর বাড়ি সিলেটের সুনামগঞ্জে, সে ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল একেএম ইমরান হোসেন জানান, ৩০ জুন সোমবার সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির দুই ছাত্রী দুপুর ১২টার সময় বাংলা পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর অভিভবকরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখুঁজির পর না পেয়ে সেনবাগ থানায় নিখোঁজ ডাইরী করেন।

১ জুলাই সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টিভির সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর দেওয়া একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অপু মিয়াকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

অপুর সঙ্গে ৮ম শ্রেণির ছাত্রীর প্রেমের সর্ম্পকের কারণে বিয়ের প্রলভানে স্কুল সহপাঠী অপর ছাত্রীকে নিয়ে দুইজন বিদ্যালয় থেকে ঢাকা যায়, সেখান থেকে সিলেটে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ২০৪ জন শনাক্ত
৪ জুলাই ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৫


লোহাগাড়ায় যৌথ অভিযানে চোলাই মদসহ আটক-২
৪ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৬