কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে জোরপূর্বক উপজেলা সাব রেজিস্ট্রার অফিস নির্মাণ করার অভিযোগ উঠেছে। নতুন এই সাব রেজিস্ট্রার কার্যালয় উদ্বোধন করতে গেলে জমির মালিকরা বাধা দিয়েছেন। পরে জমির মালিকদের সাথে কথা বলে ফিরে যেতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে আড়পাড়া এলাকায় ৫৩৪নং খতিয়ানের ৫৮৭নং দাগে ২৪ শতাংশ জমিতে ৪ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবন নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগ ভবনটি নির্মাণ করে। আর এই কাজের ঠিকাদার ছিলেন মেসার্স মিজানুর রহমান। কিন্তু জমির মালিক প্রাপ্য ক্ষতিপূরণ না পাওয়ায় ও বিগত সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ করেছেন জমির মালিকরা।
৩ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভবনটি উদ্বোধন করতে যান জেলা রেজিস্ট্রার সাব্বির আহমেদ, উপজেলা সাব রেজিস্ট্রার রিপন মুন্সি। এ সময় কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
জমির মালিক নজরুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তাদের তিন মালিকের ওয়ারেশসহ ১৭ জনের ১২৪ শতক জমি রয়েছে। যা তারা মালিকগণ পৃথকভাবে ভোগ দখল করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রেজিষ্ট্রি অফিস নির্মাণের জন্য জমির মালিকদের অবগত না করেই এই জমির মধ্যে থেকে ২৪ শতক জমি গোপনে অধিগ্রহণ করেন। এক পর্যায়ে আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে মর্মে চিঠি দিয়ে টাকা গ্রহণের জন্য বলা হয়। তারা এটার প্রতিবাদ করে তৎকালীন জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে গোপনে জমি অধিগ্রহনের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে টাকা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেন।
তিনি আরও বলেন, নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও তখনকার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জোর করে তাদের মার্কেট ভেঙ্গে গুড়িয়ে দেন। এদিকে এই জমির মধ্যে থেকে প্রায় ১০ শতক ইতোমধ্যে সড়ক বিভাগ অধিগ্রহণ
করেছেন। সেই একই জমি থেকে আরেক দফা অধিগ্রহণ করা সম্পূর্ণ আইন বিরোধী। এই ভবন নির্মাণ নিয়ে ইতিমধ্যে মামলা চলমান ও জেলা প্রশাসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার রিপন মুন্সি বলেন, গণপূর্ত বিভাগ ভবনটি হস্তান্তর করেছে। অফিস স্থানান্তর করা দেখার জন্য বিকেলে জেলা রেজিস্ট্রারসহ আমরা নতুন ভবনে যাই। সেখানে জমির মালিকদের সাথে কথা বলে চলে এসেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available