• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:৪৯ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:৪৯ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

মুরাদনগরে ছোট ভাইয়ের ঘরে মিললো বড় ভাইয়ের মরদেহ

৪ জুলাই ২০২৫ দুপুর ১২:০৫:৫৩

মুরাদনগরে ছোট ভাইয়ের ঘরে মিললো বড় ভাইয়ের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ জুন সোমবার পরিবারের পক্ষ থেকে মনিরের নিখোঁজের বিষয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে মনিরের ছোট ভাইয়ের স্ত্রীর বসতঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনির মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন এবং প্রায়ই ছোট ভাইয়ের বাড়িতে যাতায়াত করতেন। তবে সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধ চল ছিলো।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২০৪ জন শনাক্ত
৪ জুলাই ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৫


লোহাগাড়ায় যৌথ অভিযানে চোলাই মদসহ আটক-২
৪ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৬