গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০ এর ২০২৫-২৬ মেয়াদে মো. মাহফুল হাসান হান্নান (বণিকবার্তা) সভাপতি ও আব্দুস ছালাম রানা (৭১ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৫ মে রোববার দুপুরে শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০) এর অস্থায়ী কার্যালয়ে সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন হয়।
সদস্যরা কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ ও এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির। তাঁরা পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কণ্ঠ ভোটের মাধ্যমে শ্রীপুর প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি বশির আহমেদ কাজল (দৈনিক দিনকাল) সহসভাপতি মোতাহার খান (জিটিভি) সহসভাপতি মো. মাহবুবুর রহমান (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল মণ্ডল (দৈনিক আজকের পত্রিকা) সহ সম্পাদক মো. সিহাব খান (এটিএন নিউজ) সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মিলন ( দৈনিক সমকাল) কোষাধ্যক্ষ মো. আদনান মামুন (আনন্দ টেলিভিশন) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান লিটন (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. জুনায়েদ আকন্দ (দৈনিক সরেজমিন), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোশাররফ হোসাইন তযু ( দৈনিক আলোকিত বাংলাদেশ) তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান বিপু (দৈনিক আনন্দ বাজার) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল আলম সুমন (দৈনিক আমার বার্তা। কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুল লতিফ (দৈনিক আমাদের সময়), শাহীন আকন্দ (দৈনিক কালের কণ্ঠ, মো. শফিকুল ইসলাম (দৈনিক ভোরের আকাশ) নূরে আলম সিদ্দিকী (দৈনিক খোলা কাগজ) সাদিক মৃধা (দৈনিক প্রথম আলো)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available