• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১২:৪৪:৪৭ (26-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১২:৪৪:৪৭ (26-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন্ধের দাবিতে মানববন্ধন

২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:২৪

ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: বারবার ভুল চিকিৎসাসহ অপারেশন থিয়েটারে নবজাতকসহ প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তি দাবিসহ ক্লিনিকটির বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার, স্বজন ও কয়েকশত এলাকাবাসী।

২৫মে রোববার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। 
এই সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ক্লিনিকের আবাসিক চিকিৎসক রাবেয়া বোসরী রোজির শাস্তি দাবি করেন। একই সঙ্গে মানুষ হত্যা করার কসাইখানা আকলিমা সেবা ক্লিনিকটিও বন্ধের দাবি জানান।

ভুক্তভোগী ফারুক বক্তব্যে বলেন, ক্লিনিকটিতে আবাসিক চিকিৎসক হিসেবে ডাক্তার রাবেয়া বোসরী রোজি নামে একজন দায়িত্বে রয়েছেন। বিগত তিন মাসে অপারেশন থিয়েটারের সিজারের নামে তার হাতে চারটি নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার মাধ্যমে তার নবজাতক কন্যা শিশুকেও হত্যা করেছে। এখন আমার স্ত্রীর অবস্থাও ভালো না। এই রকম হাতুড়ি চিকিৎসকের মাধ্যমে আর যেন কোনো নবজাতক ও প্রসূতির মৃত্যু না ঘটে সেই জন্য তার শাস্তি দাবি করছি। একই সঙ্গে হাতুড়ি ডাক্তার দিয়ে ক্লিনিকে অপারেশনসহ গর্ভবতী মায়েদের চিকিৎসা দেওয়ার সুযোগ যেন আকলিমা ক্লিনিক আর না পায় সেই জন্য ক্লিনিকটিও বন্ধের দাবি জানাচ্ছি।

ডাক্তার রাবেয়া বোসরীর ভুল চিকিৎসার কারণে তার নবজাতক শিশুর মৃত্যু হয়েছে দাবি করে তদন্তসহ শাস্তির দাবিতে পাবনা সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে থানাতেও একটি এজাহার দায়ের করেছেন। 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আকলিমা ক্লিনিকে ডাক্তার রাবেয়া বোসরী রোজির হাতে বিগত চলতি মাসে দুই নবজাতকসহ এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে সাহাপুর মন্ত্রীর মোড়স্থ সুজন প্রামাণিকের স্ত্রীর সন্তানের মৃত্যু ঘটে।

আকলিমা ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডাক্তার রাবেয়া বোসরী রোজী বলেন, ভুল চিকিৎসায় এই ক্লিনিকে তার হাতে কোন প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়নি। আমার বিরুদ্ধে নবজাতকসহ প্রসূতির মৃত্যুর যে অভিযোগ দায়ের করা হচ্ছে তা সঠিক নয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, এই বিষয়ে ফারুক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পাবনা সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলী এহেসান বিজয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।  তদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলী এহেসান বিজয় বলেন, এই বিষয়ে ঈশ্বরদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক ডাক্তার ইব্রাহিম হোসেন, ডাক্তার কাবেরী শা ও আরএমও ডাক্তার সাহেদুল ইসলাম শিশির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আকলিমা ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাক্তার হোসনে আরা জলি বলেন, আকলিমা ক্লিনিক একটি অবকাঠামো। অবকাঠামোর তো কোনো ভুল হতে পারে না। চিকিৎসক যদি কোনোরূপ ভুল করে থাকে তা তদন্তে প্রমাণিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফটিকছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু
২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৫৩