• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:৫০:৩০ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:৫০:৩০ (25-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১৫:৪৬

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২৫ মে রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও।

এর আগে রোববার ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও একই দিন সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় পৃথক এই দুই দুর্ঘটনা ঘটে।

আবিরনগর এলাকায় দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম কালাম (৫০) সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুমিদপুর গ্রামের আব্দুর রবের ছেলে ও নিহত অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় ফ্রেশ সিমেন্টবাহী কাভার্ড ভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক কালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আহত এক বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, সড়কের উপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা দুইজনই মারা গেছেন। মরদেহ মর্গে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফটিকছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু
২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৫৩