শহীদ আব্দুল মান্নান একাদশের শিরোপা জয়
স্টাফ রিপোর্টার, বগুড়া: মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে শিমুল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে শহীদ আব্দুল মান্নান একাদশ।১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। চারটি দল- শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম-শুভ একাদশ, শহীদ শিমুল মন্ডল একাদশ এবং শহীদ আব্দুল মান্নান একাদশ- অংশগ্রহণ করায় দিনজুড়ে স্টেডিয়াম ছিল উৎসবমুখর। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি এম ইমরুল কায়েস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম। চ্যাম্পিয়ন শহীদ আব্দুল মান্নান একাদশের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয় অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে। রানার্সআপ শহীদ শিমুল মন্ডল একাদশের হয়ে পুরস্কার গ্রহণ করেন সহ-অধিনায়ক আব্দুর রহিম। দিনের সেরা খেলোয়াড় নির্বাচনেও আলোচনায় ছিলেন শাহ নেওয়াজ শাওন— তিনি অর্জন করেন ‘ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ দু’টি পুরস্কারই।