প্রকৌশলী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত: ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) - নোয়াখালী জেলা শাখার আয়োজনে ‘প্রকৌশলী সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।২৭ জুলাই রোববার রাতে মাইজদি নবাব হল রুমে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোরামের জেলা উপদেষ্টা ইসহাক খন্দকার।প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী জয়নুল আবেদিন ও 'আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক ও সেক্রেটারী জেনারেল, এফডিইবি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ ফজলুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আইডিইবি।সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে ‘এফডিইবি’ নোয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়, যা উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে গৃহীত হয়। সভাপতি মনোনীত হন- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মনোনীত হন- ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ।এ সম্মেলনের মাধ্যমে জেলার প্রকৌশলীদের ঐক্য ও পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। সমাবেশে বক্তরা প্রকৌশলীদেরকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের সম্মিলন ঘটিয়ে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্রবিনির্মাণে ভূমিকা রাখার জন্য আহব্বান জানান।