কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন জেলার পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তিলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদীর খনন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আলোচনা সভায়, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ঠিকাদার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাইদুর রহমান, কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) সমির পাল, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রমূখ।
আলোচনা সভায়-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান আগত অতিথিদে অভিযোগ-অনুযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
সভায় কুড়িগ্রাাম জেলা প্রশাসক বলেন, ‘কুড়িগ্রামকে এগিয়ে নিতে সরকারের যে মহতি উদ্যোগ 'নদী খনন' তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। জেলার অন্যতম নদীগুলো বিআইডব্লিউটিএ’র মাধ্যমে সুপরিকল্পিতভাবে খনন করতে পারলে নদীগুলো আমাদের সম্পদে পরিণত হবে। এজন্য সমাজের সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন ও শহর সম্প্রসারণে কাজ করতে চাই। চাই আপনাদের সহযোগিতা। এ সময় নদী ভাঙন রোধে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পানি উন্নয়ন বোর্ডের কাজের সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available